প্রতিষ্ঠাতা এর কর্নারঃ

জনাব আলহাজ্ব গোলাম কিবরিয়া (প্রতিষ্ঠাতা)

প্রতিষ্ঠার ইতিহাস

প্রতিষ্ঠার ইতিহাস : ১৯৮০ এর দশকে দক্ষিণ নবীনগরের ৫/৭টি ইউনিয়ন জুড়ে যখন কোন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান বা সাধারণ শিক্ষার জন্য কোন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বিদ্যমান ছিল না, ঠিক সেই সময়ে নবীনগর উপজেলাধীন ফতেহপুর গ্রামের (বেপারী বাড়ির) কৃতি সন্তান বিশিষ্ট দানবীর সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব “জনাব আলহাজ্ব মোঃ গোলাম কিবরিয়া” সাধারণ শিক্ষার জন্য একটি কলেজ ও ইসলামী শিক্ষা বিস্তারের লক্ষ্যে একটি মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। ফতেহপুর কমলাকান্ত গুরুচরণ উচ্চ বিদ্যালয় এর পার্শ্বে কলেজ প্রতিষ্ঠার জন্য জমি ক্রয় করার সত্ত্বেও নানা কারণে কলেজটি প্রতিষ্ঠা করা সম্ভব না হলেও ফতেহপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি “হাজী আব্দুল আলিম” সাহেবের প্রেরণায় ও এলাকাবাসীর পরামর্শে ফতেহপুর বাজার ও ইউনিয়ন পরিষদ সংলগ্ন সুন্দর পরিবেশে একক অর্থায়নে তার পিতার নামে (তুজুমিয়া) ০১/০১/১৯৭৮ ইং তারিখে “লাউর ফতেহপুর তুজুমিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসাটি” প্রতিষ্ঠা করেন। শুরুতে মাদ্রাসাটি দাখিল পর্যায়ে পাঠদান করা হয়ে থাকলেও ০১/০৭/১৯৯০ থেকে আলিম পর্যায়ে স্বীকৃতি লাভ করে। প্রতিষ্ঠাতা পরিবার ও গভর্নিং বোডির সুষ্ঠ পরিচালনায় অত্যন্ত সুনামের সাথে মাদ্রাসাটি পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে আট শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত।